একটি জাদুকর আনিয়ে
চাঁদমামাকে বল বানিয়ে
খেলবে খোকা জ্যোৎস্নারাতে
ডানাঅলা পরীর সাথে।
লাল নীল আর সবুজ পরীর
জ্যোৎস্না দিয়ে তৈরি শরীর?
পরীর গায়ে মেঘের শাড়ি?
মেঘমুলুকে পরীর বাড়ি?
খেলার সাথি খুঁজছে খোকা
আর সে যে বড্ড বোকা!
কাছেই আছেন দাদু ভায়া,
নয় মোটে তার ভারী পায়া।
জ্ঞানে তিনি বিশাল বট,
আছে পায়ে তুখোড় শট।
পেলের মতো ডজ মেরে ভাই
সবার আগে তাঁর ছোটা চাই।
চাঁদমামাকে একটি শটে
পাঠিয়ে দেবেন আকাশ-পটে।
বলবে সবাই বাজিয়ে ঢোল-
গোল হয়েছে, গোল, গোল।