আরো কিছু ছড়াগ্রন্থ

ঘরোয়া

গিন্নি বলেন গয়নাগুলি
হতেই হবে জড়োয়া
বলেন হেঁকে পাতি নেতা-
‘কে করে কার পরোয়া?
রাজনীতিটা জমবে ভালো
হোক-না সেটা ঘরোয়া’।