ঘরভর্তি রঙিন মানুষ
ঘরভর্তি রঙিন মানুষ, কে শুনছে কার কথা!
বাতাস দুলছে অন্ধকারে, হাসছে নীরবতা।
খয়েরি মেয়ে চুলের গোছে গুঁজেছে লাল ফুল
পাশের পুরুষ ঘাড় ফেরাল, চক্ষু জুলজুল।
সোনার মতো মুখ যে মেয়ের পা দু’খানি ঢাকা
মাটিতে গড়া নিম্ননাভি, এখনও কাদা মাখা।
বোতাম খোলা হলুদ যুবার হাসিতে পৌরুষ
ঊরুর ফোঁড়া চুলকে যাচ্ছে, সে দিকে নেই হুঁশ!
যার তলোয়ার ধরার কথা, সে বসেছে তাসে
দূরের দুটি নীলকমল কী চায় বুঝল না সে।
ঘরভর্তি রঙিন মানুষ, কে শুনছে কার কথা
কবি এখানে কী করছে? হাসছে নীরবতা।