গোলাপ তুমি গাছের ডালে
কেমন ক’রে ফোটো?
ঘুম জড়ানো খুব সকালে
কী করে বোন ওঠো?
জগৎ জোড়া সুনাম তোমার
সত্যি বলে জানি।
সবাই তোমায় ভালোবেসে
ডাকে ফুলের রানী।
তোমার ঘ্রাণে সবার প্রাণে
খুশির দোলা লাগে;
কারো কারো মনে আবার
ছড়ার ছন্দ জাগে।
তোমায় নিয়ে কত কবি
পদ্য লেখেন সুখে,
থাকো তুমি ফুলবাগানে
সদাই হাসিমুখে।
জানি তোমার রূপ পাবো না
শত চেষ্টা করে,
যেন ঘ্রাণের মতোই গুণে
মনটি ওঠে ভরে।