দেশতো আমার সবুজ দিয়ে
সাজানো এক বাগান বটে,
কিন্তু কিছু খারাপ লোকের
কাণ্ডে দেশের দুর্নাম ঘটে।
আমরা জানি কিছু লোকের
ভণ্ডামিতে হচ্ছে ক্ষতি,
তাদের জন্যে একটুকুতে
চলে দেশের বাজে গতি।
অন্ধকারে দেশ ডুবে যায়,
আলো পাওয়া কষ্ট খুবি,
দুষ্টু কিছু লোকের ফাঁদে
পড়ে আমরা ডোবায় ডুবি।