গাছ কেটো না, গাছ মেরো না,
গাছ আমাদের ভাই।
মন দিয়ে আজ শোনো সবাই
বলতে যেটুকু চাই-
গাছের মতো এমন ভালো
বন্ধু বেশি নাই।
দেয় সে ছায়া, তারই জন্যে
শুদ্ধ হাওয়া পাই।
গাছের ডালে নানা রঙের
ফুলের বাহার দেখি,
গাছে তাজা ফলের মেলা,
নয়তো কিছুই মেকি।
গাছ লাগাতে মাটি খোঁড়ো
বাসার আশেপাশে,
চোখে-মুখে আরাম পাবে
গাছের পাতায়, ঘাসে।
গাছ লাগাতে, গাছ বাঁচাতে
চলো আমরা যাই,
গাছ চুরিতে ব্যস্ত যারা,
তাদের মুখে ছাই।