একদা রোজ সকাল সন্ধ্যা নদীতীরে
বসতো এসে একটা লোক,
কে জানে তার হৃদয় জুড়ে ছিল নাকি
পুরনো এক বেজায় শোক।
কারও সংগে বলতো না সে কোনও কথা
থাকতো এক গাছতলাতে নিত্য,
হাওয়া খেয়ে অষ্টপ্রহর কাটাতো সে
ছিল না তার একটুও বিত্ত।
কিন্তু নদী, সোঁদামাটি ঘাসের জন্যে
ফুলের জন্যে মায়া ছিল ঢের,
কুকুরছানা, পাখি এবং ন্যাংটো শিশু
সেই আদরের আলো পেতো টের।
এক বিকেলে হঠাৎ রোগের আক্রমণে
প্রাণ হারালো একলা থাকা লোক,
কুকুরছানা, পাখপাখালি, শিশু ছাড়া
তার মরণে করলো না কেউ শোক।