গভীর রাতের ম্যাজিক

গভীর রাতের ম্যাজিক

মাঝরাত্তির হলে সবাই ঘুমোলে,
আকাশের তারাগুলো হা-ড়ু-ড়ু-ড়ু খেলে।
হা-ড়ু-ড়ু-ড়ু হা-ড়ু-ড়ু-ড়ু চু-কিত-কিত।
গরম না শীত ভাই, গরম না শীত?
এক তারা খসে পড়ে, এক তারা হাসে,
চাঁদের দু পাশে আরও দুটো চাঁদ ভাসে।
তিন চাঁদে গলাগলি, যেন তিন নারী,
এই হেসে গড়াগড়ি, এই হল আড়ি!

এক চাঁদ নেমে আসে পুকুরের জলে,
আর একটি দোল খায় বনে জঙ্গলে।
বাকি চাঁদ সেই চাঁদ, সকলের চেনা,
সে যে ঘুমে ঢলে পড়ে, কেউ তা জানে না।
ঘুম চাঁদ, চাঁদ ঘুম, মেঘ দিয়ে ঢাকা,
তখনো আকাশে চাঁদ খড়ি দিয়ে আঁকা!
জঙ্গুলে চাঁদটার ঘুম নেই চোখে,
জোনাকিরা ছিনিমিনি খেলে নিয়ে ওকে।
একজোড়া প্যাঁচা এসে বলে, ওরে চাঁদি,
আয় ভাই গলা ছেড়ে এক সুরে কাঁদি!
ভয় পেয়ে কাঁদে চঁদ খানিক খানিক,
মাঝে-মাঝে হেসে ফেলে ফিক ফিক ফিক!
পুকুরের চাঁদখানা ডোবে আর ভাসে,
মৃদু সুরে গান গায় মিহিন বাতাসে।
ছোট ছোট মাছগুলো বলে, আয় খেলি,
হাততালি দিয়ে ওঠে চাঁপা, জুঁই, বেলি!

শেষ রাতে সব কিছু বিষম আলাদা,
আকাশে কত না রং, অন্ধকার সাদা!
সুনীল দেখেছে এই দারুণ ম্যাজিক
তোমরা দেখেনি কেউ! ধিক ধিক ধিক!