বাগদি পাড়ার বাগদি, তকেই আমি ডাক দি।
ডাক শুনে ভাই জলদি বাগদি আনে হলদি।
হলদি দিয়ে করব কী? নাকে তোমার ভরব কী?
বাগদি ভাবে জিরিয়ে, হলদি নেবে ফিরিয়ে।
একটা দুটো রেখে যা, খোকার নাচন দেখে যা।
নাচবে খোকা এখনি, এমন নাচন দেখনি।
খোকা নাচে জলদি, গায়ের বরন হলদি।