খোকা এখন টোপর বানায়
গাছের পাতা দিয়ে।
টোপর দেখে উঠল নেচে
সবুজ রঙের টিয়ে।
টিয়ে শোনায় মজার গল্প,
খোকন শোনে ব’সে।
হঠাৎ খোকা পক্ষিরাজের
ডানা ধরে ক’ষে।
পাষাণপুরীর বন্ধ দুয়ার,
বাঘের মুখে ঘাস।
বাঘের মুখে মাংস দে রে
খুলতে যদি চাস।
খোকন দ্যাখে দোর খুলে যায়,
এ কী তেলেসমাৎ!
সোনার খাটে রাজকুমারী
ঘুমায় যে দিন-রাত।
খোকন সোনা রাজার মেয়ের
ঘুম ভাঙাল ওরে
সোনার কাঠি রূপোর কাঠি
অদল-বদল ক’রে।
চক্ষু মেলে খোকা দ্যাখে
নেই সে তেপান্তরে-
শুয়ে আছে কাঠের খাটে
একলা নিজের ঘরে।