আরো কিছু ছড়াগ্রন্থ

খোকার প্রার্থনা

দারুণ ক্ষ্যাপা মানুষগুলো
বিশ্বটাকে করবে ধুলো,
এই করেছে পণ।

দলে দলে আসছে তেড়ে
পণ করেছে নেবে কেড়ে
সাতটি রাজার ধন।

বোমা নিয়ে কাড়াকাড়ি
তেপান্তরে মারামারি;
বাধলো বুঝি রণ।

বাঘ-ভালুকে লড়াই করে,
নানা ভিটায় ঘুঘু চরে-
শুনছি বিবরণ।

আমাদের এই খেলাঘরে
তাদের বোমা যদি পড়ে,
খোদা তখন পুতুলগুলো
গুড়িয়ে যেন না হয় ধুলো-
করি নিবেদন।