খোকার দাদুর ছিল বটে
একটা মজার খাতা।
সেই খাতাতে ছিল আঁটা
অনেকগুলো পাতা।
একটা পাতা যেতো উড়ে
তেপান্তরের মাঠে।
অন্য পাতা বসতো গিয়ে
কঙ্কাবতীর ঘাটে।
হঠাৎ কোনো পাতা গিয়ে
ভাসতো সমুদ্দুরে।
একটি পাতা পরীর দেশে
নৃত্য দিতো জুড়ে।
খোকার দাদু খাতার কানে
মন্ত্র দিতেন ফুঁকে।
ফুঁকের গুণে হরেক পাতা
উড়তো বেজায় সুখে।
খোকার দাদুর খাতা নিয়ে
ঘুরতো পরীর দেশে।
পরীরা সব খোকার সাথে
নাচতো মধুর হেসে।