খোকন সোনা একটা পাখি খুঁজতে গিয়ে
পেয়ে গেল আটটা,
পালকিগুলো ময়ূরপঙ্খি নাও হয়েছে-
নয়কো মোটে ঠাট্রা।
খোকন সোনা সকালবেলা দু’হাতে রোজ
তবলা বাজায় জোরসে।
পাড়ার সবাই তাক ধিনা ধিন তবলা শুনে
চোখে দ্যাখে সর্ষে।
খোকন এখন ঘুড়ি ওড়ায় আকাশ জুড়ে,
হাজার ঘুড়ি ভোকাট্রা।
নানার রঙের পাখির মতো ঘুড়ির মেলায়
ভ’রে গেল মাঠটা।
জ্যোৎস্নারাতে খোকন সোনা দোলনা দোলে,
ঘোড়ারা ঘাস খাচ্ছে।
লাল পরী আর সবুজ পরী আকাশ ছেড়ে
ফুটপাতে আজ নাচছে।
পরীর নাচন দেখবে যদি তাড়াতাড়ি
এই পাড়াতে আসবে।
খোকন সোনা লিখবে কত মজার ছড়া,
তোমরা শুনে হাসবে।