চাঁদের মতো নৌকা চলে
আকাশ-নদীর জলে।
মেঘমুলুকে মায়াবৃক্ষে
মণি-মুক্তো ফলে।
রাতদুপুরে খোকন দ্যাখে
ডানাঅলা ঘোড়া,
ঘোড়ার শরীর আগাগোড়া
জোছনা দিয়ে মোড়া।
খোকন জানে, সেই ঘোড়াটা
মেঘে বেড়ায় ঘুরে,
তারার ধুলো লেগে থাকে
পখিরাজের খুরে।
পক্ষিরাজে সওয়ার হয়ে
খোকন যাচ্ছে উড়ে,
যায় সে দূরে আকাশছোঁয়া
উঁচু পাহাড়চূড়ে।
সকাল হতেই খোকন দ্যাখে,
আছে সে তো শুয়ে,
সেই ঘোড়াটা গায়ের এখন
যেন কারো ফুঁয়ে।