আয়রে আয় টিয়ে,
খুকুমণির বিয়ে।
সোনার মাদুর পেতে
লংকা দেব খেতে।
আয়রে টিয়ে ছুটে,
ছোলা খাবি খুঁটে
টুকটুকে ঠোঁট দিয়ে।
লাল জুতুয়া প’রে
বর আসবে ঘরে।
হেই টিয়ে তুই দাঁড়া,
লেজের ডগা নাড়া
বরের কাছে গিয়ে।
বরের মাথা খালি,
বাজা সবাই তালি।
কানতো বরের কুলো,
টোপর নিল হুলো-
কী ক’রে হয় বিয়ে?