খণ্ডকাব্য
–কে যায়?
–এই মাত্র চলে গেল বিহুল রজনী
–অদূরে কিসের শব্দ?
–রৌদ্র থেকে ফিরে আসে ছায়া
–জলস্রোতা ফিরে গেছে যেখানে যাবার
কথা ছিল?
–চাঁদ ভুলে গেছে তাকে
–বাতাসে কিসের গন্ধ?
—আমি এক মরালীকে চুম্বন করেছি
–কেউ কি এসেছে। ঋণ শোধ নিতে?
-একজন, যে তোমার জন্য কেঁদেছিল
যে তোমার বাহুতে রেখেছে
অনুতপ্ত মুখ
–কে যায়?
–এই মাত্র ঘুরে গেল হাওয়া
–অদূরে কিসের শব্দ?
—একটি ফুলের ঝরে যাওয়া
একটি নতুন ফুল ফুটে ওঠা
–চাঁদ কি এসেছে ফিরে
বিস্মৃতির পরপর থেকে?
–জলস্রোত নিয়ে গেল তাকে
–বাতাসে কিসের গন্ধ?
—তীরবিদ্ধ মরালীর গাঢ় রক্ত
–কেউ কি হয়েছে। ঋণ মুক্ত?
–তুমি তো জন্মান্ধ নও, মূক ও বধির নও
–ভালোবাসা অসহিষ্ণু, বারবার ফিরে ফিরে আসি
অতৃপ্তির পাত্ৰ হাতে
তোমার চোখের কাছে, নীরা!