দারুণ এক খিদের তাড়ায়
লোকটা ঘোরে পাড়ায় পাড়ায়।
যা-কিছু সে পাচ্ছে খাবার
চেটেপুটে করছে সাবাড়।
মাংস, পোলাও, কোপ্তা, কাবাব
কাবার করে দিচ্ছে জবাব।
লোকটা বটে পেটের নবাব।
ঘুরছে তবু খিদের জ্বালায়,
দেখলে তাকে সবাই পালায়।
মুরগি, ভেড়া, গোরু, ছাগল
টপ টপা টপ গিলছে কেবল।
পাখির বাসা, কালির ঝুল,
নবাববাড়ি, লোহার পুল,
দেখছি শুধু পুরছে পেটে-
পাটকলটা খাচ্ছে চেটে।
ডাকলে কাছে ভুলেও কভু
ঘেঁষি না তার সামনে তবু।
তফাত থেকেই ঠুকি সেলাম।
পথে যেতে দেখতে পেলাম-
ডি আই টি-টাও হচ্ছে কাবাব;
লোকটা বসে খাচ্ছে খাবার!