ক্রমশ পৃথিবী
জল থেকে পদ্ম তুলে মূর্তির পায়ের কাছে রাখি
কী এমন ক্ষতি ছিল সমূর্তি এ নিখিলও
যদি জলে ড়ুবাতাম, ভেসে যেত অশ্রুর চালাকি।
দেখেছি দ্বিতীয় বিশ্ব, ঈশ্বরের চেয়ে নিঃস্ব
দৃশ্যগুলি
ভিখারির মতো পায়ে পায়ে ঘোরে; আমার অঙ্গুলি
চেয়েছিল সুদর্শন, তার বদলে ঠুলি পরা মানুষের
ঘিলুহীন খুলি
হৃদয় ও উদরের নিয়ত ঘর্ষণ
করে সুখী আছি; আজ কোনও বন্দনার দাম নেই
দুঃখিত মুখের কাছে পৃথিবীর কোনও শব্দ নেই,
আমি অপরাধী!