কালো ও সাদা
একটা কুকুর কালো ভেলভেট
একটা কুকুর ফরসা
দুজনে যেদিন জন্ম নিল
সেদিনটা খুব বরষা।
একই মায়ের এ দুটো বাচ্চা
দুধ নিয়ে ঢুঁসোঢুঁসি
আবার দুজনে খেলায় মাতলে
মা কুকুর খুব খুশি।
খেলায় খেলায় বেড়ে ওঠে তারা
কালো ও ফরসা দুভাই
কেউ চলে যায় কামস্কাটকায়
কেউবা হয়তো দুবাই!
বহুদিন পরে যদি দেখা হয়
দুজনে গন্ধ শোঁকে
আদরে, আমাদে গড়াগড়ি খায়
দেখে কাছাকাছি লোকে।
॥ ২॥
কালো ও ফরসা মানুষেরা থাকে
নানা দেশে দুনিয়ায়
এ ওকে চেনে না, ভাইও বলে না
মুখটা ফিরিয়ে যায়।
কালোরা অনেকে ভালো গান গায়
খেলার জগতে সেরা
ফরসারা জানে জ্ঞান-বিজ্ঞান
সাগর-পাহাড়ে ফেরা।
দুই ভাই মিলে রাস্তা খোঁজে না
শুধু কোঁচকায় ভুরু
কখনো অস্ত্র ঝনঝন করে
বিচ্ছেদ হয় শুরু।
হোক না কালো বা ফরসা আমরা
কী করে যে ভুলে যাই
আমাদেরও মা তো একই! সবাই
পৃথিবীতে জন্মাই!