কাক যদিও ধূসর-কালো
কিন্তু আনে ভোরের আলো।
কাক ডাকলে হয় যে ভোর,
নয়না রোজ খোলে দোর।
রোদের কলস উপুড়-করা
দুপুর করে খাঁ খাঁ,
এই শহরের উদাস পাড়ায়
কাক ডাকে কা কা।
কাকপক্ষী চালাক ভারি,
বুদ্ধি খাটায় তাড়াতাড়ি।
এঁটো-কাঁটা, মরা ইঁদুর,
পাউরুটি আর নলেন গুড়,
ডিম, পরোটা, খাশ্তা পাঁপর-
কাকপক্ষী সবই খায়,
মাঝে-মাঝে জট পাকায়।
গাইয়ে পাখি দোয়েল, শ্যামা
আদর কুড়ায়, কুড়াক।
পাতিকাক আর দাঁড়াকাকের
ডাকেও মন জুড়াক।
ভিন্ন স্বরের, ওরাও থাক,
থাক, থাক, থাক,
সবাই থাক।