আরো কিছু ছড়াগ্রন্থ

কাক ডাকে

ভাঙা একটা দেয়ালে
কী জানি কী খেয়ালে
বসল এসে কাক।
ক্ষুধায় কাতর ছিল সে,
হঠাৎ তাড়া দিল কে?
মৌমাছিরই ঝাঁক?
মৌমাছি তুই উড়ে যা,
ভাঙা দেয়াল ঘুরে যা,
কাকটা বসে থাক।
সারা দুপুর কাঁপিয়ে
শহরটাকে ছাপিয়ে
উঠছে কাকের ডাক।