আরো কিছু ছড়াগ্রন্থ

কবিকাহিনী

শোনো সবাই, আমার পাড়া বেজায় শান্ত,
নয়কো গোঁয়ার-গোবিন্দ সে, নয়কো ভ্রান্ত।
এই পাড়াতে জ্যোৎস্না ঝরে, যেন বৃষ্টি,
যখন তখন নেইকো কোনও অনাসৃষ্টি।

এখানে নেই খুনখারাবি, তবে সত্যি-
গুলির চোটে লাশ পড়ে যায় ষোলো রত্তি!
গলির মোড়ে থাকেন বটে পদ্য লিখিয়ে,
আছেন বেঁচে বিদ্যালয়ে ছাত্র পড়িয়ে

কবির চুলে জমায় উঁকুন ইয়া আড্ডা,
হুমড়ি খেয়ে পড়েন পথে থাকলে গাড্ডা।
‘কবি’ বলে ছোঁড়ারা সব করে ঠাট্রা,
কেউবা মজার খেলা ভেবেই মারে গাট্রা!
৩০-১১-২০০২