কণিকা বন্দ্যোপাধ্যায়

সূর্য জাগবার আগে, দুপুরে, গোধূলিবেলা কিংবা
সন্ধ্যা, এমনকি মধ্যরাতে
কণিকা, তোমার গান প্রাণের উপত্যকায় কখনও ঝরায়
কত অপরূপ ফুল, কখনওবা স্বর্গীয় শিশির।
আনন্দের প্রহরে অথবা বেদনার মেঘময়
মুহূর্তে তোমার সুর আমাকে অনন্য এক ভ্রমণে করেছে
সঙ্গী বারবার সেই দেশে
যেখানে মানব তার কল্পনার উজ্জ্বল উড়াল
পেয়ে যায় অনন্তের সীমাহীনতায়। তুমি নেই
প্রকৃতি-শোভিত প্রিয় শান্তিনিকেতনে,-
এ নির্দয় সত্য মেনে নিতে আমার চৈতন্য আজও
হয়ে ওঠে প্রতিবাদী। তুমি আছো, থাকবে নিয়ত

তানে, লয়ে প্রস্ফুটিত রবীন্দ্রনাথের চিরঞ্জীব গীতিমাল্যে
এবং তোমার কণ্ঠসুধা সুখী, দুঃখী
কালে জানি জাগাবে পূর্ণিমা।
১৫-০৮-২০০২