এসেছে বেগানা চিল পুনর্বার আমার আকাশে
ছিঁড়ে নিতে নীল মাংস নখরের ক্ষ্যাপাটে আঘাতে।
কতকাল পর এল, কাটল চক্কর কতবার-
রাখিনি হিসাব তার। ঘরে ব’সে ভাবি বাল্মীকির
উত্তরাধিকার আর অবেলায় পথ্য নিয়ে যাই
শয্যাগতা রমনীর কাছে। শল্য চিকিৎসক তার
ব্যর্থতা পারেনি ঢেকে নিতে রবারের দস্তানায়।
ফেরিঅলা ডেকে ডেকে ফিরে যায়; আপাতত সাড়া
নেই এই বাসগৃহে। পদ্য লেখা শেষ হ’লে ছুঁই স্নেহভরে
শব্দরাজি, আজকাল আমার পদ্যের রূপটান
করে না কম্পন সৃষ্টি কোনও খানে; শব্দ মরা মাছি?
বেগানা চিলের ডাক মাঝে-মাঝে ব্যর্থতার বোধ
নিভৃতে জাগিয়ে তোলে। লাজুক যুবার মতো এই
পান্ডুলিপি নিজেকে আড়ালে রেখে ছাড়ে দীর্ঘশ্বাস।
৫।১১।৯১