এলাটিং বেলাটিং
এলাটিং বেলাটিং টইলো
কী খবর আইলো?
বৃষ্টি বৃষ্টি আবার বৃষ্টি
খিচুড়ির থালায় টক-ঝাল-মিষ্টি
চাঁদের গায়ে হিরামন ছাপ!
এলাটিং বেলাটিং টইলো
কী খবর আইলো?
রোদ্দুর রোদ্দুর দারুণ খরা
সুন্দরবনে নদীতে চড়া
গল্পের গরু তাল গাছে ওঠে
কবিতার কালো মেয়ে কেঁদে মাথা কোটে।।