এবার বর্ষার জলে ধুয়ে নেবো মলিন জীবন
ধুয়ে নেবো আপাদমস্তক এই ভিতর-বাহির,
নববর্ষার জলে পরিপূর্ণ সিক্ত হবো আমি;
এই শ্রাবণের ধারাজলে ধুয়ে নেবো আমার শরীর,
ধুয়ে নেবো এই বুক, ধুয়ে নেবো ব্যর্থতার গ্লানি
নতুন বর্ষার জলে পুনরায় হবো সঞ্জীবিত;
আমি চাই কেবল জীবন জুড়ে অঝোর বর্ষণ
দিনরাত বৃষ্টিজল, দুইকুল ভরা স্নিগ্ধ নদী,
বর্ষার শ্যামল ছায়া, পরিশুদ্ধ বৃষ্টিধারা নব-
এবার বর্ষার জলে ধুয়ে নেবো আমার জীবন।