এক যে ছিল কবি,
হরফ দিয়ে লিখতো
এবং আঁকতো বটে
নানা ঢঙের ছবি।
তার সে লেখায়, আঁকায়
থাকতো বটে সবই।
লোকটা ছিল একা,
ছোট্র ঘরে থাকতো।
সহজে তার সত্যি
পেতো না কেউ দেখা।
‘ঝিলিমিলি’র পাতায়
থাকতো কবির লেখা।
মজার কথা হলো-
কবির ছড়া প’ড়ে
বলতো নানা মুনি,
‘পদ্যগুলো জোলো’
তাই না শুনে হাসতো
ছড়াকারের ঢোলও।