একালের এক রাজ্যে আছেন
রূপসী এক রানি।
তাঁর বিষয়ে আমরা সবাই
অনেক কিছুই জানি।
ঘোড়াশালে ঘোড়া আছে,
হাতিশালে হাতি।
রানির সকল দরদালানে
জ্বলে ঘিয়ের বাতি।
রানির রূপের কদর আছে
হাটে ঘাটে মাঠে।
অথচ তার কুশাসনে
দেশ উঠেছে লাটে।
তাঁর হুকুমে সান্ত্রি-সেপাই
জুলুম করে খুবই।
সবাই ভাবে মহারানির
হবে ভরাডুবি।
গরিব প্রজার পেট ভরে না
রূপের ছটা দেখে।
ভাত খেতে দাও, বলছে ওরা-
যাচ্ছে সবাই বেঁকে।
রানি তবু আঁকড়ে থাকেন
সাধের সোনার গদি।
চিন্তা কি তাঁর? যাক-না বয়ে
দেশে খুনের নদী!