ঋগ্বেদ ১০।১৭৮
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৭৮
তার্ক্ষ্য দেবতা। অরিষ্টনেমি ঋষি।
১। যে তার্ক্ষ্য পক্ষী বলবান, যাহাকে দেবতারা সোম আনয়নের জন্য পাঠাইয়াছিলেন, যিনি বিপক্ষপরাভবকারী এবং শত্ৰুদিগের রথ সকল জয় করিয়া লয়েন, যাহার রথ কেহ ধ্বংস করিতে পারে না, যিনি সেনাদিগকে যুদ্ধে প্রেরণ করেন, সেই তার্ক্ষ্য পক্ষীকে আমরা মঙ্গলকামনাতে এস্থলে আহ্বান করিতেছি।
২। তার্ক্ষ্য পক্ষীর দানশক্তিকে আহ্বান করিতেছি; যেমন ইন্দ্রের দান শক্তিকে আহ্বান করি, তদ্রুপ আহ্বান করিতেছি। আমরা মঙ্গলকামনাতে ঐ দানশক্তির উপর নৌকার ন্যায় আরোহণ করিতেছি; অর্থাৎ বিপদ পার হইবার জন্য নৌকার ন্যায় আশ্রয় করিতেছি। হে দ্যাবাপৃথিবি! তোমরা বৃহৎ, বিস্তীর্ণ, সর্বব্যাপী ও গম্ভীর; কি যাইবার সময়, কি আসিবার সময়, আমরা যেন নিধন না হই।
৩। সূৰ্য যেমন নিজ তেজের দ্বারা বৃষ্টিবারি বিস্তারিত করেন, তদ্রুপ সেই তার্ক্ষ্য পক্ষী অতি শীঘ্র পঞ্চজনপদের মনুষ্যকে অন্নদ্বারা পরিপূর্ণ ভাণ্ডার করিয়া দিলেন। তাঁহার যে আগমন, উহা সাতসহস্র সংখ্যায় দান করে। যেরূপ বাণ যখন লক্ষ্যে সংলগ্ন হয়, তখন তাহাকে কেহই বাধা দিতে পারে না, তদ্রুপ তার্ক্ষ্যের আগমন কেহ বাধা দিতে পারে না।