ঋগ্বেদ ১০।১৬৮
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৬৮
বায়ু দেবতা। অনিল ঋষি।
১। যে বায়ু রথের ন্যায় বেগে ধাবিত হন, তাহাকে আমি বর্ণনা করিব। ইহার শব্দ বজ্রের শব্দের ন্যায়, ইনি বৃক্ষাদি ভঙ্গ করিতে করিতে আসেন। ইনি চতুর্দিক রক্তবর্ণ করিতে করিতে আকাশ পথ অবলম্বনপূর্বক গমন করেন। অপিচ, পৃথিবীর ধূলি বিকীরণ করিতে করিতে চলিয়া যান।
২। সুস্থির পদার্থ অর্থাৎ পৰ্বতাদি পৰ্যন্ত বায়ুর গতিবশে কম্পমান হইতে থাকে। ঘোটকীরা যেমন যুদ্ধে যায়, তদ্রুপ এই বায়ুর দিকে গমন করে। তিনি সেই ঘোটকীদিগকে সহায় পাইয়া রথে আরোহণপূর্বক এই সমস্ত ভুবনের রাজার ন্যায় চলিয়া যান।
৩। ইনি আকাশপথে গতিবিধি করিবার সময় কোন দিনই স্থির হইয়া বসিয়া থাকেন না। ইনি জলের বন্ধু, জলের অগ্রে উৎপন্ন হয়েন, (অগ্রে বায়ু, পরে বৃষ্টি)। ইনি সত্যস্বভাব। বল দেখি, ইনি কোথায় জন্মিয়াছেন? কোথা হইতে আসিয়াছেন?
৪। এই বায়ুদেব দেবতাদিগের আত্মাস্বরূপ, ভুবনের সন্তানস্বরূপ, যথা ইচ্ছা বিহার করেন। ইহার শব্দই অনেক প্রকার শুনা যায়, ইহার রূপ প্রত্যক্ষ হয় না। এস, হবি দিয়া সেই বায়ুর পূজা করি।