ঋগ্বেদ ১০।১৫৭
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৫৭
বিশ্বেদেবা দেবতা। ভুবন ঋষি।
১। এই সমস্ত ভুবন হইতে আমরা যেন সুখের উপায় করিতে পারি। ইন্দ্র ও তাবৎ দেবতা সেই উপায় করিয়া দিন।
২। ইন্দ্র ও আদিত্যগণ মিলিত হইয়া আমাদিগের যজ্ঞ, দেহ ও সন্তান সন্ততিকে নিরুপদ্রব করিয়া দিন।
৩। ইন্দ্র আদিত্যদিগকে ও মরুতগণকে সহকারীস্বরূপ লইয়া আমাদিগের দেহের রক্ষাকর্তা হন।
৪। দেবতারা যখন অসুরদিগকে বধ করিয়া প্রত্যাগমন করিলেন, তখন তাঁহাদিগের অমরত্ব পদ রক্ষা হইল(১)।
৫। নান্য কাৰ্য্যদ্বারা স্তবকে দেবতাদিগের নিকট প্রেরণ করা হইল। তদনন্তর আকাশ হইতে বৃষ্টি পতন হইতে দেখা গেল।
————
(১) অসুর শব্দের পৌরাণিক অর্থে প্রয়োগ এই সূক্তের অপেক্ষাকৃত আধুনিক রচনা প্রকাশ করিতেছি।