ঋগ্বেদ ১০।১৫৪

ঋগ্বেদ ১০।১৫৪
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ১৫৪
মৃতব্যক্তির অবস্থা দেবতা। যমী ঋষি।

১। কোন কোন প্রেতের জন্য সোমরস ক্ষরিত হয়; কেহ কেহ ঘৃত সেবন করে; যে সকল প্রেতের জন্য মধুর স্রোত বহিয়া থাকে, হে প্রেত! তুমি তাহাদিগের নিকটে গমন কর।

২। যাহারা তপস্যাবলে দুর্ধর্ষ হইয়াছেন; যাহারা তপস্যাবলে স্বর্গে গিয়াছেন; যাহারা অতি কঠোর তপস্যা করিয়াছেন, হে প্রেত! তুমি তাহা দিগের নিকটে গমন কর ।

৩। যাহারা যুদ্ধ স্থলে যুদ্ধ করেন; যে সকল বীর শরীরের মায়া ত্যাগ করিছেন; কিংবা যাহারা সহস্রদক্ষিণা দান করেন । হে প্রেত! তুমি তাঁহাদিগের নিকটে গমন কর ।

৪। যে সকল পূর্বতন ব্যক্তি পুণ্যকর্মের অনুষ্ঠানপূর্বক পুণ্যবান হইয়াছেন, পুণ্যের স্রোত বৃদ্ধি করিয়াছেন, যাঁহারা তপস্যা করিয়াছেন; হে যম! এই প্রেত তাঁহাদিগের নিকটেই গমন করুক।

৫। যে সকল বুদ্ধিমান ব্যক্তি সহস্র প্রকার সৎকর্মের পদ্ধতি প্রদর্শন করিয়াছেন, যাঁহারা সুৰ্য্যকে রক্ষা করেন, যাহারা তপস্যা হইতে উৎপন্ন হইয়াতপস্যাই করিয়াছেন; হে যম! এই প্রেত সেই সকল ঋষিদিগের নিকট গমন করুক (১)।

————

(১) পুণ্যকর্মে স্বর্গলাভ হয়, তাহা এই সূক্তে প্রকাশিত হইতেছে। বেদের যম স্বর্গসুখদাতা, (দন্ডের নিযন্তা নহেন), তাহাও ইহা হইতে প্রকাশ পাইতেছে।