ঋগ্বেদ ১০।০৭৬
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৭৬
সোমনিষ্পীড়ন উপযোগী প্রস্তর দেবতা। জরৎকর্ণ ঋষি।
১। হে প্রস্তরগণ! প্রভাত হইলেই তোমাদিগকে সজ্জিত করি। তোমরা সোম দিয়া ইন্দ্র ও মরুৎ ও দ্যাব্যাপৃথিবীকে বশীভূত করিয়াছ। সেই দুই দ্যাব্যাপৃথিবী যেন একত্র হইয়া আমাদিগের প্রত্যেক গৃহে সেবা গ্রহণপূর্বক গৃহ ধনে পূর্ণ করেন।
২। নিষ্পীড়নকর্তা যখন প্রস্তরকে হস্তে ধারণ করিল, তখন সে যেন হস্তগৃহীত ঘোটকের ন্যায় হইল এবং চমৎকার সোম প্রস্তুত করিল। প্রস্তর যিনি প্রয়োগ করেন, তিনি শক্ৰজয়োপযোগী পুরস্কার লাভ করেন। এই প্রস্তর ঘোটক দান করে, তাহাতে প্রচুর ধন লাভ হয়।
৩। যেমন পুর্বকালে মনুর যজ্ঞে সোমরস আসিয়াছিল, তদ্রুপ এই প্রস্তরের দ্বারা নিষ্পীড়িত সোম জলে প্রবেশ করুন। গাভীদিগকে জলে স্নান করাইবার সময়ে এবং গৃহ নির্মাণ কার্য্যে এবং ঘোটকদিগকে স্নান করাইবার সময় যজ্ঞকালে এই অবিনাশী সোমরসদিগের আশ্রয় লওয়া যায়।
৪। হে প্রস্তরগণ! কৰ্ম্মবিঘ্নকারী রাক্ষসদিকে নষ্ট কর, নিঋতিকে রুদ্ধ কর, দুর্মতি দূর কর, আমাদিগের ধন ও জন সম্পাদন করিয়া দাও। দেবতা দিগের প্রীতিকর শ্লোকের স্ফূৰ্ত্তি করিয়া দাও।
৫। যাহারা আকাশের অপেক্ষাও অধিক তেজোযুক্ত, যাহারা বিভ্বা অপেক্ষাও অধিক শীঘ্ৰ কৰ্ম্মকারী, যাহারা বায়ুঅপেক্ষাও সোম প্রস্তুত করিতে অধিক পটু এবং যাহারা অগ্নি অপেক্ষাও অধিক অন্নদাতা, সেই প্রস্তরদিগকে পূজা কর।
৬। এই সকল প্রস্তর উজ্জ্বল বাক্যদ্বারা উজ্জ্বলীকৃত হইয়াছে, এই যশস্বী প্রস্তর অন্নস্বরূপ সোমের রস প্রস্তুত করুক। ইহাদিগের সাহায্য কর্মাধ্যক্ষগণ কোলাহল করিতে করিতে এবং পরস্পরকে ত্বরা দিতে দিতে অতি চমৎকার মধু প্রস্তুত করেন।
৭। এই সকল প্রস্তর চালিত হইয়া সোম প্রস্তুত করিতেছে, সোম দুগ্ধের সহিত মিশ্রিত হইবেন বলিয়া তাহার সমস্ত রস ইহারা দোহন করিতেছে। কর্মাধ্যক্ষগণ গাভীর আপীন হইতে দুগ্ধ দোহন করিতেছেন। সোমে সেচন করিবেন ইহাই অভিপ্রায়। ইহা হোম করিতে হইবেক, অতএব এখন মুখে অৰ্পণ করিতেছেন না।
৮। হে কর্মাধ্যক্ষগণ! হে প্রস্তরগণ! তোমরা ইন্দ্রের জন্য সোম প্রস্তুত করিতেছ, উত্তমরূপে এই কার্য সম্পন্ন কর। দিব্যলোকের জন্য তোমাদের চমৎকার সম্পত্তি উপস্থিত কর; আর পৃথিবীস্থিত সোমযাগকারী ব্যক্তির জন্য উত্তম ধন লইয়া আইস।