ঋগ্বেদ ১০।০৬৬
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৬৬
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। যে সকল দেবতা সর্বজ্ঞ, ইন্দ্রই যাহাদিগের প্রধান, যাহারা অমর, যজ্ঞের বৃদ্ধি সম্পাদন করেন এবং অতি চমৎকার বৃদ্ধি প্রাপ্ত হইয়াছেন, যাহা দিগের মন উৎকৃষ্ট, যাঁহারা যজ্ঞকে আলোকময় করেন, সেই বহু অন্নসম্পন্ন দেবতাদিগকে ডাকিতেছি।
২। যাহার ইন্দ্রকর্তৃক উৎপাদিত হইয়া এবং বরুণকর্তৃক আদিষ্ট হইয়া জ্যোতির্ময় সূর্যের গতিপথ পরিপূর্ণ করিয়াছেন, সেই শত্ৰুসংহারকারী মরু গণের স্তব চিন্তা করি। হে বিদ্বানগণ! ইন্দ্রপুত্রদিগের যজ্ঞ আয়োজন কর ।
৩। ইন্দ্র বসুদিগের সহিত আমাদিগের গৃহ রক্ষা করুন। অদিতি আদিত্যদিগের সহিত আমাদিগের সুখ বিধান করুন। রুদ্রদেব রুদ্রপুত্র মরুদ গণের সহিত আমাদিগকে সুখী করুন। ত্বষ্টা পত্নীসমেত আমাদিগের সুখ বৰ্ধন করুন।
৪। অদিতি, দ্যাবাপৃথিবী, প্রধান সত্য, ইন্দ্র ও বিষ্ণু, মরুগণ, প্রকাণ্ড স্বর্গ, অদিতি সন্তান দেবতাগণ, বসুগণ, রুদ্রগণ এবং উত্তমদাতা সুর্য্য, ইহাদিগকে ডাকিতেছি, ইহারা আমাদিগকে রক্ষা করুন।
৫। জলাধিপতি বিবিধ বুদ্ধিযুক্ত বরুণ, ব্ৰতরক্ষারী পূষা, মহীয়ান বিষ্ণু, বায়ু, অশ্বিদ্বয়, যজ্ঞসৃষ্টিকারী সর্বজ্ঞ অমরগণ,ইহারা আমাদিগকে পাপ হইতে ত্রাণ করিয়া তিন প্রকোষ্ঠযুক্ত গৃহ দান করুন।
৬। যজ্ঞ অভিলষিত ফল দান করুক, যজ্ঞভাগগ্রাহিগণ বাঞ্ছাপূর্ণ করুন, দেবতারা এবং হোমের দ্রব্য আয়োজনকারীরা এবং যজ্ঞাধিষ্ঠাত্রী দ্যাবাপৃসিবী এবং পর্জন্য এবং স্তবকারিগণ সকলেই আমাগের বাঞ্ছা পূর্ণ করুন।
৭। অন্ন পাবার জন্য অভিমত ফলদানকারী অগ্নি ও সোমকে স্তব করিতেছি। বিস্তর লোকে তাহাদিগকে দাতা বলিয়াপ্রশংসা করে। পুরোহিতগণ তাহাদের উভয়কে যজ্ঞ উপলক্ষে পূজা দিয়া থাকেন। তাঁহারা আমাদিগকে তিন প্রকোষ্ঠযুক্ত গৃহ দান করুন।
৮। যাহারা কর্তব্য পালনে সদ্য উদ্যোগী, যাঁহারা বলবান, যজ্ঞকে অলঙ্কত করেন, যাহাদিগের ঔজ্জ্বল্য অতি মহৎ, যাহারা যজ্ঞস্থানে উপস্থিত হয়েন, অগ্নি যাঁহাদিগের আহ্বান কর্তা, যাহারা সত্যের সপক্ষস্বরূপ, সেই দেবত,গন বৃত্রের সহিত যুদ্ধ উপলক্ষে বৃষ্টিবরি সৃষ্টি করিলেন।
৯। দেবতারা নিজ কাৰ্য্যদ্বারা দ্যাবাপৃথিবী ও জল, বৃক্ষলতাদি এবং যজ্ঞের উপযোগী উত্তম উত্তম দ্রব্য সৃষ্টি করিয়াআকাশ ও স্বর্গ নিজ তেজে পরিপূর্ণ করিলেন। তাঁহারা যজ্ঞের সহিত আপন দেহ মিলিত করিয়া যজ্ঞ বিভূষিত করলেন।
১০। ঋভুগণের হস্ত সুন্দর, অর্থাৎ কৌশলসম্পন্ন; তাহারা আকাশের ধারণকর্তা। বায়ু আর মেঘ ইহাদিগের শব্দ অতি মহৎ। জল ও বৃক্ষলতাদি আমাদিগকে স্তববাক্য শিখাইয়া দিন। আর ধন দানকর্তা ভগ ও অৰ্য্যমা ইহারা সকলে আমার যজ্ঞে আগমন করুন।
১১। সমুদ্র, নদী, ধূলিময় পৃথিবী, আকাশ, অজ, একপাদ, শব্দকারী মেঘ, অহির্বুধ্ম্য, ইহারা আমার বাক্য সকল শ্রবণ করুন। আর প্রজাবান তাবৎ দেবতাও আমার বাক্য শ্রবণ করুন।
১২। হে দেবগণ! আমরা মনুসন্তান, তোমাদিগকে যজ্ঞ দিতে যেন সমর্থ হই। আমাদিগের চিরপ্ৰচলিত যজ্ঞকে সুচারুরূপে সম্পন্ন কর। হে অদিতি সন্তানগণ! রুদ্রগণ! বসুগণ! তোমাদিগের দানশক্তি অতি চমৎকার। আমরা এই মন্ত্র সকল পাঠ করিতেছি, পরিতোষপূর্বক শ্রবণ কর।
১৩। যে দুই ব্যক্তি দেবতাদিগের আহ্বানকর্তা, যাহারা সর্বশ্রেষ্ঠ পুরোহিত, তাহাদিগের উদ্দেশে উত্তমরূপে যজ্ঞের পদ্ধতি অবলম্বন করিয়াছি, আমাদিগের নিকটস্থ ক্ষেত্ৰপতিকে এবং তাবৎ অবিনাশী দেবতাকে আমাদিগকে আশ্রয় দিতে প্রার্থনা করি, তাহারা প্রার্থনা পূর্ণ করিতে কখন অমনোযোগী হয়েন না।
১৪। বসিষ্ঠ সন্তানগণ পিতার দৃষ্টান্তে স্তব করিল, তাহারা মঙ্গল কামনাতে বসিষ্ঠ ঋষির ন্যায় দেবপূজা করিল। হে দেবগণ! তোমরা আমাদিগের আত্মীয় বন্ধুর ন্যায় আসিয়া সন্তুষ্ট মনে অভিলষিত অর্থ দান কর।
১৫। পূর্ব সুক্তের শেষ ঋকের সহিত অভিন্ন।