ঋগ্বেদ ১০।০৬২
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৬২
বিশ্বদেব, প্রভৃতি দেবতা। নাভানেদিষ্ট ঋষি।
১। হে অঙ্গিরাগণ! তোমরা যজ্ঞীয় দ্রব্য সংগ্রহ করিয়া ইন্দ্রের বন্ধুত্ব ও অমরত্ব প্রাপ্ত হইয়াছ। অতএব তোমাদিগের মঙ্গল হউক। হে মেধাবিগণ! আমি মানব আসিয়াছি, আমাকে তোমরা যজ্ঞ সমাপনের জন্য নিযুক্ত কর।
২। হে অঙ্গিরাগণ! তোমরা আমাদিগের পিতা স্বরূপ, তোমরা গোধন তাড়াইয়া লইয়া আসিয়াছিলে। তোমরা এক বৎসর কাল যজ্ঞ করিয়া গোধনের অপহরণকারী বল নামক শত্রুকে নিধন করিয়াছিলে। তোমরা দীর্ঘায়ু হও । আমি মানব, ইত্যাদি (পূর্ব ঋকের শেষভাগের সহিত অভিন্ন)।
৩। যে তোমরা যজ্ঞ প্রভাবে আকাশে সূর্যকে আরোহণ করাইয়াছ এবং সকলের জননীভুতা পৃথিবীকে সুবিস্তীর্ণ করিয়াছ, সেই তোমরা উৎকৃষ্ট সন্তানসন্ততি সম্পন্ন হও। আমি মানব, ইত্যাদি।
৪। এই আমি নাভানেদিষ্ট তোমাদিগের ভবনে আসিয়া মনোহর বক্তৃতা করিতেছি। হে দেবপুত্র ঋষিগণ! শ্রবণ কর। হে অঙ্গিরাগণ! তোমরা উৎকৃষ্ট ব্ৰহ্মতেজঃ লাভ কর। আমি মানব, (ইত্যাদি)।
৫। সেই সমস্ত অঙ্গিরা ভিন্ন ভিন্ন মূৰ্ত্তিধারী; তাহাদিগের ক্রিয়াকলাপ গম্ভীর, অর্থাৎ কেহ সন্ধান পায় না। সেই অঙ্গিরাগণ অগ্নির পুত্র, তাহারা চতুর্দিকে আবির্ভূত হইলেন।
৬। তাহারা অগ্নির চতুর্দিকে আবিভূত হইলেন, নানা মূর্তিতে গগনের চতুর্দিকে উদয় হইলেন। কেহ নবগু অর্থাৎ নয় মাস যজ্ঞের পর গোধন পাইয়াছেন; কেহ দশগ্ব, অর্থাৎ দশ মাস যজ্ঞ করিয়া গোধন পাইয়াছেন। যিনি অঙ্গিরাদিগের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিন দেবতাদিগের সহিত একত্র অবস্থিত করিয়া আমাকে ধনদান করিতেছেন।
৭। তাহারা ইন্দ্রের সাহায্য প্রাপ্ত হইয়া কর্মানুষ্ঠান করিতে করিতে অশ্বযুক্ত ও গোধনযুক্ত গোষ্ঠ উদ্ধার করিয়াছেন, তাহার বিস্তীর্ণ কর্ণযুক্ত এক সহস্র গাভী আমাকে দান করিয়া দেবতাদিগের উদ্দেশে যজ্ঞীয় অন্ন উৎসর্গ করিয়াছেন।
৮। এই মনুর বংশ শীঘ্র বৃদ্ধি হউক, ইনি জলসংযুক্ত আর্দ্রবৃক্ষ বীজের ন্যায় শীঘ্র অঙ্কুরিত ও বৃদ্ধি প্রাপ্ত হউন, কারণ ইনি শত অশ্ব ও সহস্রগাভী এখনই দান করিতে উদ্যত হইয়াছেন।
৯। তিনি স্বর্গের উচ্চ প্রদেশের ন্যায় উন্নতভাবে অবস্থিত আছেন, তাহার তুল্য কার্য করিতে কাহার সাধ্য নাই। সাবর্ন্য মনুর দান নদীর ন্যায় ধরাতলে বিস্তীর্ণ হইয়াছে।
১০। যদু ও তুর্বানামে দাস জাতীয় দুই রাজা (১) গাভীবর্গে পরিবৃত হইয়া এবং অতি সুন্দর বাক্য কহিতে কহিতে সেই মনুর ভোজনের জন্য আয়োজন করিয়া দেয়।
১১। মনু সহস্ৰগাভী দান করেন, তিন একজন প্রধান ব্যক্তি, তাহার যেন কোন অনিষ্ট না হয়। তাহার দান সূর্যের সঙ্গে স্পর্ধা করিয়া সর্বত্র গতিবিধি করুক। দেবতাগণ সেই সাবর্ণ্য মনুর পরমায়ু বৃদ্ধি করুন। তাহার নিকট আমরা অনবরত অন্ন প্রাপ্ত হইয়া থাকি।
————
(১) দাস রাজাদিগের উল্লেখ।