ঋগ্বেদ ১০।০৫৭

ঋগ্বেদ ১০।০৫৭
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৫৭
মন দেবতা। বন্ধু ও শ্রুত বন্ধু ও বিপ্রবন্ধু এই তিন ঋষি।

১। হে ইন্দ্র! আমরা যেন পথ হইতে বিপথে না যাই। আমরা যেন সোমবিশিষ্ট যজ্ঞ হইতে দূরে না যাই । শত্রুগণ যেন আমাদিগের মধ্যে না আসে।

২। এই যে অগ্নি, যাহা হইতে যজ্ঞ সিদ্ধি হয়, যিনি পুত্রস্বরূপ হইয়া দেবতাদিগের নিকট পর্যন্ত বিস্তৃত আছেন, তাহারহোম হউক, আমরা তাহাকে প্রাপ্ত হই।

৩। নরাশংস সম্বন্ধীয় সোমদ্বারা মনকে আহ্বান করি এবং পিতৃলোক দিগের স্তবের দ্বারা মনকে আহ্বান করি।

৪। তোমার মন পুনৰ্ব্বার প্রত্যাগমন করুক, প্রত্যাগমনপূর্বক তুমি কাৰ্য্য কর, বল প্রকাশ কর, জীবিত হও এবং সূর্যকে দর্শন কর (১)।

৫। আবার আমাদিগের পিতৃপুরুষগণ মনকে ফিরাইয়া দেন, দেবলোকগণ ফিরাইয়া দেন, আমরা যেন প্রাণ ও তাহার আনুষঙ্গিক সকলকেই প্রাপ্ত হই।

৬। হে সোম! আমরা যেন দেহমধ্যে মনকে ধারণ করি, আমরা যেন, সন্তানসন্ততিযুক্ত হইয়া তোমার কাৰ্যে মিলিত হই।

————

(১) সুবন্ধু নামক মৃতভ্রাতাকে উদ্দেশ্য করিয়া।