ঋগ্বেদ ১০।০৪১
ঋগ্বেদ সংহিতা ।। ১০ম মণ্ডল সূক্ত ৪১
অশ্বিদ্বয় দেবতা। সুহস্ত ঋষি।
১। হে অশ্বিদ্বয়! তোমাদিগের উভয়ের সাধারণ একখানি রথ আছে, যাহাকে বিস্তর লোকে আহ্বান করে এবং স্তব করে, যাহা তিন খানি চক্রের উপর এবং যজ্ঞে যজ্ঞে গমন করে, যাহা সর্বত্র বিচরণপূর্বক যজ্ঞ সুসম্পন্ন করে। আমরা প্রতিদিন প্রভাতকালে সুরোচিত স্তবের দ্বারায় সেই রথকে আহ্বান করিতেছি।
২। হে নাসত্যদ্বয়! হে অশ্বিদ্বয়! তোমাদিগের যে রথ প্রাতঃকালে যোজনা করা হয় এবং প্রাতঃকালে গমন করে এবং মধু বহন করে, তোমরা সেই রথে আরোহণপূর্বক যজ্ঞ কর্তাব্যক্তিদিগের নিকট গমন কর এবং তোমাদিগকে যে স্তব করে, তাহার হোতৃপরিবেষ্টিত যজ্ঞে গমন কর।
৩। হে অশ্বিদ্বয়! আমি সুহস্ত, আমি মধু হস্তে করিয়া অধ্বর্য্যুর কাৰ্য করিতেছি, আমার নিকটে আগমন কর। অপবা অগ্নিধ্র নামক যে বলিষ্ঠ পুরোহিত দান করিতে উদ্যত হইয়াছে, তাহার নিকট আগমন কর, যদি তোমরা অন্য কোন বুদ্ধিমান্ ব্যক্তির যজ্ঞে গমন করিয়া থাক, তথাপি আমার ভবনে মধুপান করিতে আগমন কর।