ঋগ্বেদ ০৯।১১৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ১১৪
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। যে ব্যক্তি ক্ষরণশীল সোমের তাবৎ আধারে তাহার পরিচর্যা করে, যে তাহার মনের মত কাৰ্য্য করে, তাহাকে সৌভাগ্যশালী কহে। হে সোম! ইলের জন্য ক্ষরিত হও।
২। হে কশ্যপ ঋষি। মন্ত্রের রচয়িতারা যে সকল স্তুতিবাক্য রচনা করিয়াছেন, তাহা অবলম্বনপূর্বক তোমার নিজের বাক্য বৃদ্ধি কর এবং সোমরাজকে নমস্কার কর। তিনি সকল উদ্ভিজ্জের শ্রেষ্ঠ হইয়া জন্ম গ্রহণ করিয়াছেন।হে সোম! ইন্ত্রের জন্য ক্ষরিত হও।
৩। অনেক সূর্যের অধিষ্ঠানস্বরূপ যে সাত দিক আছে এবং হোমকর্তা যে সাতজন পুরোহিত আছেন এবং সাতজন যে সূর্যদেব আছেন; হে সোম! তাহাদিগের সহিত আমাদিগকে রক্ষা কর। ইন্দ্রের জন্য ক্ষরিত হও।
৪। হে সোমরাজ! তোমার জন্য যে হোমের দ্রব্য পাক করা হইয়াছে, তাহার দ্বারা আমাদিগকে রক্ষা কর, শত্রু যেন আমাদিগকে হিংসা না করে, যেন আমাদিগের কোন বস্তু অপহরণ না করে। ইন্দ্রের জন্য ক্ষরিত হও।