ঋগ্বেদ ০৯।০৯৮

ঋগ্বেদ ০৯।০৯৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৯৮
পবমান সোম দেবতা। অম্ববীষ ও ঋজিশ্বান ঋষি।

১। হে সোম! আমাদিগের নিকট এতাদৃশ ধন লইয়া এস, যাহাতে প্রভূত অন্ন পাওয়া যায়, যাহা সর্বজনের কামনীয়, যাহাদ্বারা সহস্র প্রকার অভীষ্ট ফল লাভ হয়, যাহার জ্যোতিঃ অতি চমৎকার, যাহা বলবানকে আরও বলশালী করে।

২। যেরূপ যোদ্ধা রথে আরোহণ করিরা কবচ ধারণ করে, তুমি তদ্রুপ নিষ্পীড়িত হইয়া মেষলোমে বিস্তীর্ণ হও। সোম কাষ্ঠদণ্ডদ্বারা চালিত হইয়া ধারা প্রেরণ করিতে করিতে ক্ষরিত হইলেন।

৩। মাদকাশক্তিধারী সোম নিষ্পীড়িত হইয়া মেষলোমের চতুর্দিকে ক্ষরিত হইলেন। তাহার ধারা যজ্ঞস্থলে উর্ধে যাইতেছে; তিনি দীপ্তিশালী হইয়া দুগ্ধের সহিত মিশ্রিত হইবার নিমিত্ত আসিতেছেন।

৪। হে সোমদেব! সেই তুমি নিত্যকাল দাতা ব্যক্তির পক্ষে সাক্ষাৎ ধনস্বরূপ হও। হে সোম! তুমি শতসহস্র প্রকার ধন বিতরণ কর।

৫। হে বৃত্রের নিধনকারি! হে ধন স্বরূপ! হে অনিবাৰ্য বেগশালী! আমরা যেন তোমার এই সর্বজন কামনীয় ধনের এবং প্রচুর অন্নের অতি নিকটে যাইতে পারি।

৬। সেই সোম যখন প্রস্তরফলকের উপর স্থাপিত হয়েন, তখন সেই যশস্বীকে দশ ভগিনী (অঙ্গুলী) ম্লান করাইয়া দেয়, তখন তিনি তরঙ্গশালী হইয়া ইন্দ্রের প্রার্থনীয় অতি চমৎকার বস্তু হয়েন ।

৭। সেই উজ্জ্বল হরিতবর্ণ ও পিঙ্গলবর্ণধারী সোমকে মেষলোমের দ্বারা সর্বতোভাবে শোধন করিতেছে। তখন তিনি মাদকতা শক্তিসম্পন্ন হইয়া তাবৎ দেবতার নিকটে যাইতেছেন।

৮। এই সোম দ্যুলোকের ন্যায় উজ্জ্বল, ইহার দ্বারা রক্ষিত হইয়া তোমরা ইহার রস পান কর। তাহাতে তোমাদিগের বলধান হয়। তিনি সেই সোম, যিনি পণ্ডিতদিগের জন্য প্রচুর অন্ন সৃষ্টি করিয়াছেন।

৯। হে দ্যুলোক ও ভূলোক! হে মনুসন্ততিদ্বয়! সেই পৰ্বতবাসী সোম যজ্ঞের সময় তোমাদের উভয়কে সৃষ্টি করিয়াছেন, উচ্চশব্দ সহকারে তাহাকে আঘাত (থেৎলাইতে ) করিতে লাগিল।

১০। হে সোম! বৃত্রের নিধনকারী ইন্দ্রের জন্য তোমাকে সেচন করা যাইতেছে, যে ব্যক্তি দক্ষিণা দিয়া যজ্ঞ করিতেছে, তাহার গৃহে যে দেবতা আসিয়াছেন, তাহারও জন্য তোমাকে সেচন করা যাইতেছে।

১১। দিন দিন প্রাতঃকালে সোমরস পুরাতন নিয়মে পবিত্রের উপরি ক্ষরিত হইল। নির্বোধ হুরশ্চিৎ নামক দস্যুরা প্রাতঃকালে তাহাকে দেখিয়া অন্তর্হিত ও দ্রবীভূত হইল(১)।

১২। হে বুদ্ধিমান বন্ধুগণ! এই দেখ, সেই সোম আমাদিগের সম্মুখ ভাগে ঔজ্জ্বল্য প্রকাশ করিতেছে, ইহার গন্ধ আঘ্রাণ করিলে কিংবা ইহাকে পান করিলে বল পাওয়া যায়। এস, তোমরা আমরা উভয়ে ভাগ করিয়া লই এবং পান করি।

————

(১) এ হুরশ্চিৎ দস্যুরা কাহারা?