ঋগ্বেদ ০৯।০৯৫
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৯৫
পবমান সোম দেবতা। প্রস্কন্ব ঋষি।
১। চতুর্দিকে প্রস্তুত হইতে হইতে হরিদ্বর্ণ সোম পুনঃ পুনঃ শব্দ করিতেছেন, শোধিত হইতে হইতে কলসের মধ্যে বসিতেছেন; মনুষ্যদিগের কর্তৃক প্রেরিত হইয়া দুগ্ধের সহিত মিশ্রিত হইতেছেন, তাঁহার মুর্তি তাহাতে ধৌত বস্ত্রবৎ শুভ্রবর্ণ হইতেছে। একারণ তাঁহার উদ্দেশে হোমের বস্তু দিতেছে এবং স্তুতিবাক্য উচ্চারণ করিতেছে।
২। যেরূপ নাবিক নৌকাকে চালাইয়া দেয়; তদ্রূপ সোম প্রস্তুত হইতে হইতে যজ্ঞের উপযোগী বাক্য সমস্ত স্ফুর্তি করিয়া দিতেছেন। তিনি নিজে দেব; যজ্ঞস্থানে বক্তার মুখে দেবতাদিগের গোপনীয় নাম সকল উপস্থিত করিয়া দিতেছেন।
৩। স্তুতিবাক্যগুলি সোমের উদ্দেশে জলের তরঙ্গের ন্যায় প্রবল বেগে নির্গত হইতেছে। তাহাকে নমস্কার করিতে করিতে উহার নিকটে যাইতেছে, তাহার সহিত এক হইয়া যাইতেছে, তাহার মধ্যে প্রবেশ করিতেছে, যেহেতুতাহারা তাহাকে চায়, তিনিও তাহাদিগকে চান।
৪। যেরূপ পর্বতের উচ্চস্থানে মহিষ থাকে, তদ্রুপ সেই সোম প্রস্তরনির্মিত আধারে অবস্থিতি করিতেছেন। সেই রস বর্ষণকারী অংশুরূপী (আঁস ডাঁটা) সোমকে ঋত্বিকেরা শোধনপূর্বক প্রস্তুত করিতেছে। সেই শব্দকারী সোমের উদ্দেশে স্তুতিবাক্যগুলি যাইয়া মিলিত হইতেছে। সেই সোম তিন আধারে স্থাপিত হইয়া আকাশস্থিত শত্রু নিবারণকারী ইন্দ্রকে পরিপুষ্ট করিতেছেন।
৫। যেরূপ উপবক্তা নামক পুরোহিত হোতাকে বলিয়া দেয়, তদ্রুপ হে সোম! তুমি শোধিত হইবার সময় স্তুতিবাক্যগুলি ফুর্তি করিয়া দাও। যে সময়ে তুমি ও ইন্দ্র একত্রে যজ্ঞে উপস্থিত হও, তখন যেন আমরা সৌভাগ্যশালী ও বলবীর্য সম্পন্ন হই।