ঋগ্বেদ ০৯।০৮১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৮১
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। সুগঠন ও ক্ষরণশীল সোমরসের তরঙ্গ গুলি ইন্দ্রের উদরে প্রবেশ করিতেছে, অর্থাৎ সোমরসগুলি নিষ্পীড়িত হইয়া অতি প্রশস্ত গব্যদধির দ্বারা সুস্বাদু হইয়া যজ্ঞকর্তা ব্যক্তিকে সম্পত্তি দান করিবার জন্য বলশালী ইন্দ্রকে মদমত্ত করিয়া তুলিল।
২। যেরূপ রথ বহনকারী ঘোটক দ্রুতবেগে যায়, তদ্রুপ মনোবাঞ্ছা পূ্রণকারী সোমরস কলসগুলির দিকে বহিয়া যাইতেছেন । এই জ্ঞানী সোমরস পৃথিবীবাসী, স্বর্গবাসী এই দুই জাতি দেবতদিগকে প্রীত করিতেছেন।
৩। হে সোমরস! তুমি ক্ষরিত হইয়া আমাদিগের চতুঃপার্শ্বে সম্পত্তি ছড়াইয়া দাও, বিস্তর অন্ন আমাদিগকে বিতরণ কর, আমি তোমার দাস, হে অন্নদাতা! বিশেষ মনোযোগের সহিত আমার কল্যাণ কর, সম্পত্তি যেন আমাদিগের দূরে আর কুত্রাপি বিতরণ করিও না।
৪। অতি বদান্য এই সকল দেবতা পরস্পর মিলিত হইয়া আমাদিগের নিকট আগমন করুন; অর্থাং পূষা ও পবমান ও মিত্র ও বরুণ ও বৃহস্পতি ও মরুৎ ও বায়ু ও অশ্বিদ্বয় ও ত্বষ্টা ও সবিতা ও সুগঠন মূৰ্ত্তিধারিণী সরস্বতী সকলে আগমন করুন।
৫। দ্যুলোক ও ভূলোক এই দুই ভুবন, যাহারা সমস্ত বিশ্ব ঘেরিয়া আছেন এবং অর্য্যমা এবং অদিতি ও বিধাতা ও মনুষ্যগণের প্রশংসাভাজন ভগ নামক দেবতা ও প্রকাণ্ড অন্তরিক্ষ, এই সকল দেবতা ক্ষরণশীল সোমের নিকটবর্তী হইতেছেন।