ঋগ্বেদ ০৯।০৫৮
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫৮
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। সেই আনন্দকর সোম গড়াইয়া যাইতেছেন, তিনি দেবতাদিগের অন্ন। নিষ্পীড়িত হইবার পর তাঁহার ধারা গড়াইয়া যাইতেছে। সেই আনন্দকর সোম গড়াইয়া যাইতেছেন।
২। সেই সোম ধনের প্রস্রবণস্বরূপ, সেই জ্যোতিঃপুঞ্জ সোম মানুষকে রক্ষা করিতে জানেন। সেই আনন্দকর সোম গড়াইয়া যাইতেছেন।
৩। ধ্বস্র ও পুরুষন্তিদ্বয়ের নিকট সহস্র সহস্র ধন আমরা গ্রহণ করিতেছি। সেই আনন্দকর সোম গড়াইয়া যাইতেছেন(১)।
৪। ঐ দুই জনের নিকট ত্রিশসহস্র বস্ত্র গ্রহণ করিয়াছি। সেই আনন্দকর সোম গড়াইয়া যাইতেছেন।
————
(১) সায়ণ কহেন ধ্বস্র ও পুরুষন্তি দুইজন রাজার নাম, ইহার পরের ক ঋকে ত্রিশলহস্র বস্ত্র দানের কথা অত্যূক্তি সন্দেহ নাই।