ঋগ্বেদ ০৯।০৫২
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৫২
ঋষি ও দেবতা পূর্ববৎ।
১। সেই সোম জ্যোতিঃপুঞ্জ মূর্তি, তিনি ধনের বিতরণকর্তা, তিনি খাদ্যদ্রব্যসহকারে বলকর হয়েন। হে সোম! নিষ্পীড়িত হইয়া কুশময় পবিত্রেরচতুঃপার্শ্বে ক্ষরিত হও।
২। হে সোম! তোমার অতি চমৎকার সহস্রধারা বিস্তৃত হইয়া চিরাভ্যস্ত প্রকারে মেষলোমে যাইতেছে।
৩। হে সোম! চরুর মত যে খাদ্য, তাহা আনিয়া দাও, দেয় বস্তু আমাদিগকে আনিয়া দাও; প্রহার করিলে তুমি নিঃসৃত হইয়া থাক, এই তোমার প্রকৃতি, সেই প্রহার সহকারে নির্গত হও।
৪। যে সকল বিপক্ষ আমাদিগকে যুদ্ধাৰ্থ আহ্বান করিতেছে, হে সৰ্ব্বজন কামনীয় সোমরস! সেই সকল ব্যক্তির তেজঃ হ্রাস করিয়া দাও।
৫। হে সোম! তুমি ধনের বিতরণ কৰ্ত্তা, আমাদিগকে রক্ষা করিবার জন্য তোমার নির্মল শতধারা বহমান করিয়া দাও ।