ঋগ্বেদ ০৯।০৪০
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৪০
সোম দেবতা। বৃহৎমতি ঋষি।
১। সর্বদশী সোম শোধনকালে সমস্ত হিংসকদিগকে অতিক্রম করিয়াছেন তাঁহাকে কর্মদ্বারা সকলে শোভিত করিতেছেন।
২। অরুণবর্ণ সোম দ্ৰোণকলসে আরোহণ করিতেছেন, পরে অভিলাষপ্রদ ও অভিযুত হইয়া ইন্দ্রের নিকট গমন করিতেছেন এবং ধ্রুবস্থানে উপবিষ্ট হইতেছেন।
৩। হে সোম! হে ইন্দ্র! তুমি অভিযুত হইয়া আমাদের উদ্দেশে শীঘ্র মহান্ সহস্ৰসংখ্যক ধন চারিদিক হইতে ক্ষরিত কর।
৪। হে শোধনকালীন সোম! হে ইন্দু! তুমি বহুবিধ ধন আহরণ কর এবং সহস্ৰসংখ্যক অন্ন প্রদান কর।
৫। হে সোম! তুমি অভিষবকালে আমাদের জন্য উত্তম বীৰ্যযুক্ত ধন আহরণ কর এবং স্তোতার স্তুতি বর্ধিত কর।৬। হে ইন্দু! হে সোম! তুমি শোধনকালে আমাদের জন্য দ্যাবাপৃথিবীতে পরিবৃদ্ধ ধন আহরণ কর। হে বৰ্ষক ইন্দু! আমাদিগকে স্তুতিযোগ্য ধন প্রদান কর।