ঋগ্বেদ ০৯।০৩৯
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৯
সোম দেবতা। অঙ্গিরাগোত্রোৎপন্ন বৃহৎমতি ঋষি।
১। হে মহামতি সোম! দেবগণের প্রিয়তম শরীরযুক্ত হইয়া শীঘ্র গমন কর, দেবগণ কোথায় বলিতে থাক।
২। অসংস্কৃত স্থানকে সংস্কৃত করতঃ এবং যাগকারীকে অন্ন প্রদান করতঃ অন্তরিক্ষ হইতে বৃষ্টি ক্ষরিত কর।
৩। অভিযুত সোম দীপ্তি ধারণ করত এবং সমস্ত পদার্থকে দর্শন ও দীপ্ত করতঃ শীঘ্র বেগে দশাপবিত্রে গমন করিতেছেন।
৪। এই সোম দশাপবিত্রে ন্যস্ত হইয়া সিন্ধুর উৰ্ম্মিতে ক্ষরিত হইতেছেন, ইনি স্বর্গের উপরে শীঘ্র গমন করিয়া থাকেন।
৫। দূরস্থ এবং অন্তিকস্থ দেবগণের পরিচৰ্যাৰ্থ অভিযুত সোম ইন্দ্রের জন্য মধুসেক করিতেছেন।
৬। সম্যক্ মিলিত স্তোতা সকল স্তব করিতেছেন, হরিৎবর্ণ সোমকে প্রস্তর সাহায্যে প্রেরণ করিতেছেন, অতএব হে দেবগণ! যজ্ঞস্থানে নিষন্ন হও।