ঋগ্বেদ ০৯।০৩৭
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩৭
সোম দেবতা। রহূগণ ঋষি।
১। ইন্দ্রাদির পানাৰ্থ অভিযুত সোম অভিলাষপ্রদ, রাক্ষসবিনাশক এবং দেবাভিলাষী হইয়া পবিত্রে গমন করেন। ‘
২। সেই সোম সর্বদর্শী, হরিৎবর্ণ, সকলের ধারক। তিনি পবিত্রে ধৃত হয়েন এবং পরে শব্দ করতঃ দ্রোণকলসে গমন করেন।
৩। বেগবান, স্বর্গের দীপ্তিপ্রদ, শোধনকালীন সোম রাক্ষসগণের হন্তা হইয়া মেষলোমময় দশাপবিত্র অতিক্রম করিয়া ধাবিত হইতেছেন।
৪। সেই সোম ত্রিতের উন্নত যজ্ঞে পূত হইয়া বন্ধুগণের সহিত সূৰ্য্যকে প্রকাশিত করিয়াছেন।
৫। অশ্ব যেরূপ সংগ্রামে গমন করে, সেইরূপ বৃত্ৰঘাতী অভিলাষপ্রদ, অভিযুত, অহিংসনীয় সোম কলসে গমন করিতেছেন।
৬। সেই মহান, ক্লেদযুক্ত, কবিকর্তৃক প্রেরিত সোম ইন্দ্রের জন্য দ্রোণমধ্যে ধাবিত হইতেছেন।