ঋগ্বেদ ০৯।০৩২
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩২
সোম দেবতা। অত্রি গোত্রোৎপন্ন শ্যাবাশ্ব ঋষি।
১। সোমসমূহ অভিযুত ও মদস্রাবী হইয়া যজ্ঞে হব্যদায়ীর অন্নার্থ গমন করিতেছেন।
২। ইন্দ্র পান করিতে পারেন এই উদ্দেশে এই হরিৎবর্ণ সোমকে ত্রিতের অঙ্গুলি সকল প্রস্তরদ্বারা আহুত করিতেছে।
৩। হংস যেমন জলমধ্যে প্রবেশ করে, এই সোম সেইরূপ সমস্ত স্তোতাগণের মনকে বশ করে। এই সোম গব্যদ্বারা স্নিগ্ধ হয়।
৪। হে সোম! তুমি যজ্ঞের স্থান আশ্রয় করতঃ মিশ্রিত হইয়া মৃগের ন্যায় দ্যাবাপৃথিবীকে অবলোকন কর।
৫। রমণী যেমন জারকে স্তুতি করে, সেইরূপ হে সোম! শব্দগণ তোমার স্তুতি করিতেছে।
৬। সেই সোম মিত্রের ন্যায় যুদ্ধে গমন করেন, হে সোম! আমাদিগকে দীপ্তিযুক্ত অন্ন প্রদান কর, হব্যদায়ীকে দান কর এবং আমাকেও দান কর, ধন, মেধা এবং কীৰ্ত্তি দান কর।