ঋগ্বেদ ০৯।০৩১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ৩১
সোম দেবতা। রুহুগণের পুত্র গোতম ঋষি।
১। উত্তম কর্মবিশিষ্ট, শোধনকালীন সোম গমন করিতেছেন, এবং আমাদিগকে চেতন ধন প্রদান করিতেছেন।
২। হে সোম! তুমি অন্নের পতি, তুমি দ্যাবাপৃথিবীর দ্যুতিযুক্ত পদার্থের বর্ধক হও।
৩। হে সোম! বায়ু সকল তোমার তৃপ্তিপ্রদ হউক, নদী সকল তোমার উদ্দেশে গমন করুক, তাহারা তোমার মহত্ব বর্ধন করুক।
৪। হে সোম! তুমি বায়ু ও জলের দ্বারা প্রবৃদ্ধ হও, বর্ষণযোগ্য বল চারিদিক্ হইতে তোমাতে সঙ্গত হউক। তুমি সংগ্রামে অন্নের প্রাপক হও।
৫। হে পিঙ্গলবর্ণ সোম! গোসমূহ তোমার জন্য ধৃত এবং অক্ষীণদুগ্ধ দোহন করিতেছে, তুমি উন্নত প্রদেশে অবস্থিত রহিয়াছ।
৬। হে ভুবনের পতি সোম! আমরা তোমার সখিত্ব কামনা করিতেছি, তুমি উৎকৃষ্ট আয়ুধবিশিষ্ট।