ঋগ্বেদ ০৯।০২৪
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২৪
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। সোমসকল শোধিত ও দীপ্ত হইয়া গমন করিতেছেন এবং মিশ্রিত হইয়া জলমধ্যে মার্জিত হইতেছেন।
২। গমনশীল সোম সকল নিম্নাভিমুখগামী জলসমূহের ন্যায় গমন করিতেছেন এবং পরে ইন্দ্রকে ব্যাপ্ত করিতেছেন।
৩। হে শোধিত সোম! মনুষ্যগণ তোমাকে যেখান হইতে লইয়া যাইতেছে, তুমি সেইখান হইতে ইন্দ্রের পানাৰ্থ গমন করিতেছ।
৪। হে সোম! তুমি মনুষ্যগণের মদকর। হে শত্রুগণের অভিভবকারী সোম! তুমি ইন্দ্রের উদ্দেশে ক্ষরিত হও। তুমিও স্তুতিযোগ্য।
৫। হে সোম! তুমি যখন প্রস্তরদ্বারা অভিযুত হইয়া পবিত্রের অভিমুখে ধাবিত হও, তখন ইন্দ্রের উদরের জন্য পর্যাপ্ত হও।
৬। হে সৰ্ব্বাপেক্ষা বৃত্ৰহা! তুমি ক্ষরিত হও, তুমি উক্থমন্ত্রদ্বারা স্তুতি যোগ্য, শুদ্ধ, শোধক ও অদ্ভুত।
৭। অভিযুত মদকর সোম শুদ্ধ ও শোধক বলিয়া উক্ত হন, তিনি দেবগণের প্রতিকর এবং শত্রুগণের বিনাশক।