ঋগ্বেদ ০৯।০২১
ঋগ্বেদ সংহিতা ।। ৯ম মণ্ডল সূক্ত ২১
সোম দেবতা। অসিত, অথবা দেবল ঋষি।
১। এই ক্লেদকর, দীপ্ত, অভিভবশীল, মদকর, লোকপালক সোম সকল ইন্দ্রের অভিমুখে গমন করিতেছেন।
২। ইহারা অভিষবকারীকে বিশেষরূপে ভজনা করেন, সকলের সহিত মিলিত হন, অভিভবকারীকে ধন প্রদান করেন এবং স্তোতাকে অন্ন দান করেন।
৩। অনায়াসে ক্রীড়াকারী সোমসকল একমাত্র দ্রোণকলসে ক্ষরিত হইতেছেন, সিন্ধুর উৰ্ম্মির ন্যায় ক্ষরিত হইতেছেন।
৪। এই সোম সংশোধিত হইয়া রথে স্থাপিত অশ্বগণের ন্যায় সমস্ত বরণীয় ধন ব্যাপ্ত করেন।
৫। হে সোমগণ! ইহার নানারূপ কামনা পূরণার্থ ধন প্রদান কর, ইনি আমাদের দানের সময় নিঃশব্দে দান করেন।
৬। ঋভু যেরূপ রথবাহক, স্তুতিযোগ্য সারথিকে প্রজ্ঞা দান করেন, সেইরূপ তোমরা এই যজমানের প্রজ্ঞা প্রদান কর। হে সোম! কেবল জলদ্বারা পরিষ্কৃত হও।
৭। সেই এই সোম সকল যজ্ঞে কামনা করেন, বলবান্ সোম সকল যজমানের বুদ্ধি প্রেরণ করেন।